ঢাকা
সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৬ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

লিবিয়া থেকে দেশে ফিরেছেন আরও ১৭৩ বাংলাদেশি

আপডেট : ০১ ডিসেম্বর ২০২৫, ০১:৪৮ পিএম

উত্তর আফ্রিকার লিবিয়ার তাজুরা ডিটেনশন সেন্টার থেকে মুক্তি পেয়ে ১৭৩ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। সোমবার (১ ডিসেম্বর) ভোর ৫টা ৪৭ মিনিটে বুরাক এয়ারের চার্টার্ড ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছান। বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে নাগরিকরা বের হতে শুরু করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় লিবিয়ার ত্রিপোলিতে অবস্থানরত বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সহযোগিতায় এ ১৭৩ জনকে দেশে ফেরানো হয়েছে।

সূত্র জানায়, ইউরোপে অবৈধভাবে যাওয়ার আশায় তারা শ্রীলঙ্কা ও দুবাই হয়ে লিবিয়া পৌঁছেছিলেন। পরে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে দালালের হাতে ফাঁদে পড়েন এবং স্থানীয় পুলিশের হাতে আটক হয়ে জেল জীবন কাটাতে বাধ্য হন।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের ফেরত পেয়ে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা জানান, লিবিয়া থেকে নাগরিকদের প্রত্যাবাসন রোববার (৩০ নভেম্বর) আইওএম-এর সহায়তায় সম্পন্ন হয়।

DR/SN
আরও পড়ুন