ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির স্কুলিং মডেলের বিরুদ্ধে মিছিলের জের ধরে ঢাকা কলেজে অনার্স ও উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা কলেজের হল পাড়ায় এ ঘটনা ঘটে। এ সময় শিক্ষার্থীদের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় ও হাতাহাতির ঘটনা ঘটে।
স্কুলিং মডেলের বিরোধিতা করে রাত সোয়া এগারোটার দিকে কলেজের ইন্টারের শিক্ষার্থীরা একটি মিছিল বের করে। এ সময় তারা ‘স্কুলিং এর ঠিকানা; ঢাকা কলেজে হবে না, তুমি কে আমি কে; ডিসিয়ান’ স্লোগান দেন।
মিছিলটি হল পাড়া ঘুরে সাউথ হলের সামনে আসলে অনার্সের শিক্ষার্থীরা বাধা দেয়। এ সময় তাদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ আসলে শিক্ষার্থীদের তোপের মুখে ক্যাম্পাস ছেড়ে বেরিয়ে যেতে বাধ্য হন তারা। এরপর হল প্রভোস্টদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
ঢাকা কলেজের স্নাতকের শিক্ষার্থী রাহুল আমিন বলেন, তারা হঠাৎ করে মধ্যরাতে অনার্সের বিপক্ষে উস্কানিমূলক স্লোগান দিতে থাকে। আমাদের পরীক্ষা ছিল, আমরা পড়ছিলাম। এর মধ্যেই মিছিল বের করেছে। আমরা এর প্রতিবাদে পাল্টা মিছিল বের করি।
অন্যদিকে নাম প্রকাশে অনিচ্ছুক উচ্চমাধ্যমিকের এক শিক্ষার্থী বলেন, ঢাকা কলেজের অস্তিত্ব রক্ষা পাওয়ায় আমরা আনন্দ মিছিল বের করেছিলাম। পরে অনার্সের ভাইয়েরা আমাদের মিছিলে বাধা দেয়। কেন তারা মিছিলে বাধা দিয়েছে আমরা জানি না।
এ বিষয়ে বিজয় ২৪ হলের হল প্রভোস্ট সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম বলেন, রাত দশটার সময় ইন্টারমিডিয়েটের শিক্ষার্থীরা সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়ে একটি মিছিল বের করেছিল। পরে অনার্সের ছেলেরাও বের হয়েছে এবং তাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে। এরপর সমঝোতার মাধ্যমে আমরা ইন্টারের ছেলেদের হলে পাঠিয়ে দেই।
মালয়েশিয়ায় মানবপাচার ‘ইকবাল সিন্ডিকেটের’ ২ দফায় ৭ বাংলাদেশি গ্রেফতার
