সার্বিক পরিস্থিতি বিবেচনায় জুমার নামাজের পর রাজধানীর শাহবাগে পূর্বঘোষিত অবস্থান কর্মসূচি স্থগিত ঘোষণা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে নিজের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।
নাহিদ ইসলাম জানান, অবস্থান কর্মসূচি স্থগিত করা হলেও বিকেল ৪টায় রাজধানীর বাংলামোটর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হবে। তিনি বলেন, ‘সার্বিক পরিস্থিতি বিবেচনায় শাহবাগের অবস্থান কর্মসূচি স্থগিত করা হলো। পরিবর্তে বিকেল ৪টায় বাংলামোটর থেকে বিক্ষোভ মিছিল আয়োজিত হবে। সবাইকে এতে অংশগ্রহণের অনুরোধ করছি।’
কর্মসূচি পরিবর্তনের কারণ হিসেবে নিরাপত্তাশঙ্কাক ও নাশকতার আশঙ্কার কথা উল্লেখ করেছেন নাহিদ ইসলাম। তিনি দেশবাসীকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়ে লেখেন, ‘জুলাইবিরোধী শক্তিগুলোর গতকালের মতো আজকেও ভাঙচুর ও নাশকতা করার পরিকল্পনা রয়েছে। আমরা যেকোনো প্রকার ভায়োলেন্স ও নাশকতার বিরুদ্ধে। জনগণের ক্ষোভকে ব্যবহার করে কোনো হঠকারী গ্রুপ যাতে ভাঙচুর বা অগ্নিসংযোগ করতে না পারে, সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে।’
এর আগে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদে শুক্রবার সকাল ৭টা থেকেই শাহবাগে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন ছাত্র-জনতা। এতে ওই এলাকার যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
বিক্ষোভকারীরা ‘ভারতের দালালেরা, হুঁশিয়ার সাবধান’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা-ঢাকা’, ‘আমরা সবাই হাদি হব’সহ বিভিন্ন স্লোগানে রাজপথ কাঁপিয়ে তোলেন।
গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনে নির্বাচনী প্রচারণাকালে দুর্বৃত্তদের গুলিতে মাথায় গুরুতর আঘাত পান ওসসান হাদি। দীর্ঘ লড়াই শেষে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আজ সন্ধ্যায় তাঁর মরদেহ দেশে পৌঁছানোর কথা রয়েছে।
