চাঁদাবাজরা কেবল ট্রেলার দেখিয়েছে, পিকচার আভি বাকি হ্যায়: হাসনাত

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৫, ০৭:৪০ পিএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, বিগত ১৩ বছর চাঁদাবাজ ও দুর্নীতিবাজরা কেবল ট্রেলার দেখিয়েছে, পিকচার আভি বাকি হ্যায়। পিকচার দেখবেন নির্বাচনের পর।

বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে ফেনী শহরের কিং কমিউনিটি সেন্টারে এক প্রতিবাদ ও সংহতি সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদি হত্যার প্রতিবাদে ‘গণতান্ত্রিক সংস্কার জোট’ এই সমাবেশের আয়োজন করে।

প্রশাসন ও পুলিশের তীব্র সমালোচনা করে হাসনাত আবদুল্লাহ বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর একটি বড় অংশ ভবিষ্যতে কোন দল ক্ষমতায় আসতে পারে, তা বিবেচনা করে রাজনৈতিক দলগুলোর ‘পা চাটা’ দাসে পরিণত হওয়ার চেষ্টা করছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা নির্বাচন ম্যানিপুলেট বা প্রভাবিত করার চিন্তা করছেন, তাদের পরিণতি বেনজীর আহমেদ বা ওসি প্রদীপের মতো হবে। তরুণ প্রজন্ম কোনোভাবেই ভোট চুরির পরিকল্পনা সফল হতে দেবে না।

নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে এনসিপির এই নেতা বলেন, মধ্যরাতে নিয়োগ পাওয়া যেসব ডিসি-এসপি পক্ষপাতদুষ্ট আচরণ করছেন, তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে। প্রশাসনকে ‘রেফারি’র ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, নিজেরা খেলোয়াড় হতে আসবেন না। এছাড়া বিএনপি নেত্রী নিলুফার চৌধুরী মনির বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে তিনি হাদি হত্যার বিষয়ে ধোঁয়াশা তৈরির চেষ্টার জন্য তাকে জনসমক্ষে ক্ষমা চাওয়ার দাবি জানান।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এবি পার্টির চেয়ারম্যান ও ফেনী-২ আসনের প্রার্থী মজিবুর রহমান মঞ্জু। সভাপতিত্ব করেন এবি পার্টির জেলা আহ্বায়ক মাস্টার আহছান উল্ল্যাহ।

DR
আরও পড়ুন