সিলেট পৌঁছেছেন তারেক রহমান

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৫, ১০:৪১ এএম

দীর্ঘ ১৭ বছরেরও বেশি সময় প্রবাসজীবন কাটিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ নিজ দেশে ফিরছেন। তাকে বহনকারী বাংলাদেশ বিমানের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট বিজি–২০২ (বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার) ইতোমধ্যে সিলেট পৌঁছেছেন। 

বিমানটি বুধবার (২৪ ডিসেম্বর) লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১২টা ১৫ মিনিটে) ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে। 

নির্ধারিত সূচি অনুযায়ী, বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে তার অবতরণের কথা রয়েছে।

তারেক রহমানের সঙ্গে দেশে ফিরছেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।

এদিকে তারেক রহমানের প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজধানীর বিমানবন্দর, পূর্বাচলের ৩০০ ফিট এলাকা ও গুলশানসহ গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন করা হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিএনপি স্মরণকালের অন্যতম বৃহৎ সংবর্ধনার আয়োজন করেছে। রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট এলাকায় তৈরি করা হয়েছে বিশাল মঞ্চ। বিমানবন্দরে অবতরণের পর তিনি সরাসরি সংবর্ধনাস্থলে যাবেন।

পুরো এলাকাজুড়ে উৎসবের আবহ, আর সবার কণ্ঠে ধ্বনিত হচ্ছে একটাই স্লোগান- ‘লিডার আসছে’। 

প্রিয় নেতাকে এক নজর দেখার জন্য এবং এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে বুধবার রাত থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিএনপির নেতাকর্মীরা পূর্বাচল ৩০০ ফিট হাইওয়ে এলাকায় জড়ো হতে শুরু করেছেন। 

AHA
আরও পড়ুন