দীর্ঘ ১৯ বছর পর বাবার কবরের পাশে দাঁড়ানোর সুযোগ পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে তিনি শেরেবাংলা নগরে অবস্থিত বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেন।
দলীয় সূত্র জানায়, কবর জিয়ারত ও মোনাজাত শেষে দলের শীর্ষ নেতাদের বিদায় জানিয়ে কিছু সময় একা নীরবে বাবার কবরের পাশে দাঁড়িয়ে থাকেন তারেক রহমান। এ সময় তাকে আবেগ সংবরণ করতে দেখা যায়। বারবার চোখের পানি মুছতে টিস্যু ব্যবহার করেন তিনি। পরে আবারও মোনাজাতে অংশ নেন।
তারেক রহমানের সর্বশেষ বাবার কবর জিয়ারতের সুযোগ হয়েছিল ২০০৬ সালে। এরপর তিনি গ্রেপ্তার হন এবং রিমান্ডে নির্যাতনের শিকার হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। দেশে প্রাথমিক চিকিৎসা শেষে ২০০৮ সালে জামিনে মুক্তি পেয়ে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান। এরপর কেটে গেছে দীর্ঘ সময়।

শুক্রবার দুপুরের দিকে গুলশানের বাসা থেকে বের হলে তার গাড়িবহরকে ঘিরে নেতাকর্মীদের ভিড় দেখা যায়। বিকেল পৌনে ৫টার দিকে তিনি জিয়া উদ্যানে পৌঁছান। কবর জিয়ারতের সময় তার সঙ্গে ছিলেন বিএনপির শীর্ষস্থানীয় নেতাসহ অসংখ্য নেতাকর্মী। তবে আইনশৃঙ্খলা বাহিনী ও তার ব্যক্তিগত নিরাপত্তায় নিয়োজিত সদস্যরা কবরের মূল বেদিতে সাধারণ নেতাকর্মীদের প্রবেশে বাধা দেন।
এর আগে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দীর্ঘ ১৭ বছর পর লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় ফেরেন তারেক রহমান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও একমাত্র মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।

ঢাকা বিমানবন্দরে তাকে স্বাগত জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। সেখান থেকে সর্বোচ্চ নিরাপত্তা ও প্রটোকলের মধ্যে বুলেটপ্রুফ বাসে করে তিনি পূর্বাচল ৩০০ ফিট এলাকায় আয়োজিত সংবর্ধনা মঞ্চে পৌঁছান। এ সময় সড়কের দুই পাশে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের ঢল নামে।
দুই দশক পর বাবার কবর জিয়ারত করলেন তারেক রহমান
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে সাভারের পথে তারেক রহমান