গণ অধিকার থেকে পদত্যাগ করছেন রাশেদ খান, যোগ দিবেন কোন দলে?

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৫, ১২:৫৮ এএম

গণ অধিকার পরিষদ থেকে পদত্যাগ করতে যাচ্ছেন দলটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. রাশেদ খান। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ এ তথ্য জানান। 

 

তিনি বলেন, রাশেদ খান পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। শনিবার অথবা রোববার তিনি পদত্যাগ করতে পারেন।

 

আবু হানিফ আরও বলেন, গণ অধিকার পরিষদ থেকে পদত্যাগ করে রাশেদ খান ধানের শীষে নির্বাচন করবেন এবং তিনি বিএনপিতে যোগদান করে বিএনপির সদস্য পদ নেবেন। তিনি বিএনপির প্রার্থী হয়ে নির্বাচন করবেন।

 

দলের পরবর্তী সাধারণ সম্পাদক কে হবেন- সে বিষয়ে উচ্চতর পরিষদের পরবর্তী মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।

 

এর আগে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণঅধিকার পরিষদের আহ্বায়ক নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খানের জন্য দুটি আসন ছেড়ে দিয়েছে বিএনপি।

 

গত ২৪ ডিসেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। সিদ্ধান্ত অনুযায়ী, নুরুল হক নুর পটুয়াখালী-৩ আসন এবং রাশেদ খান ঝিনাইদহ-৪ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন।

HN
আরও পড়ুন