তারেক রহমানের সঙ্গে সাইফুল হকের সাক্ষাৎ

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৬, ০৫:৪৭ পিএম

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

রোববার (৪ জানুয়ারি) দুপুরে বিএনপির গুলশান কার্যালয়ে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক বইয়ে সই করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রতিনিধিদল। এরপর তারা তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় দলটির কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন।

একান্ত আলাপে তারেক রহমান ও সাইফুল হক দেশের রাজনৈতিক পরিস্থিতি, আগামী নির্বাচন এবং গণতন্ত্রকে সুসংহত করণসহ নানা বিষয়ে আলোচনা করেন।

বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রথম বৈঠক, চেয়ারপারসনের কার্যালয়ে তারেক রহমান এ সময় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে সান্ত্বনা জানান।

NB/FJ
আরও পড়ুন