হাসনাত আবদুল্লাহর ফেসবুক আইডি অকার্যকর, যা জানা গেলো

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৬, ০১:০৭ পিএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলটি অকার্যকর (ডিসেবল) করা হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে লাইভে এসে তিনি নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন।

ফেসবুক লাইভে হাসনাত আবদুল্লাহ দাবি করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতবিরোধী অবস্থান নেওয়ায় সুপরিকল্পিতভাবে তার আইডিতে আঘাত হানা হয়েছে।

তিনি বলেন, ‘আমার ‘হাসনাত আব্দুল্লাহ’ নামের ব্যক্তিগত প্রোফাইলটি বেশ কিছুদিন আগে ডিজেবল করে দেওয়া হয়েছে। ভারতবিরোধী অবস্থান নেওয়ায় পরবর্তীতে কিছু পোস্টের বিপরীতে কপিরাইট ক্লেইমের (Copyright Claim) নাটক সাজিয়ে আমার আইডিটিকে অকার্যকর করা হয়।’

ব্যক্তিগত আইডি হারিয়ে গত কয়েক দিন ধরে ভক্ত ও সমর্থকদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় ছিলেন এনসিপির এই প্রভাবশালী নেতা।

তিনি জানান, ব্যক্তিগত আইডি ফিরে না পাওয়া পর্যন্ত এখন থেকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকেই তিনি নিয়মিত সক্রিয় থাকবেন।

লাইভের শেষ পর্যায়ে হাসনাত আবদুল্লাহ তার সমর্থকদের প্রতি বিশেষ আহ্বান জানিয়ে বলেন, তার কথা ও সংবাদগুলো সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য অনুসারীরা যেন তার বর্তমান পেজটি শেয়ার করেন এবং এর সাথেই যুক্ত থাকেন।

DR/AHA
আরও পড়ুন