বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার অর্থ হলো ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও মর্যাদাপূর্ণ বাংলাদেশ নিশ্চিত করা।
শনিবার (১০ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি দল-মত নির্বিশেষে দেশবাসীকে ‘হ্যাঁ’ ভোট প্রদানের আহ্বান জানান।
দেশবাসীকে ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে থাকার কথা স্মরণ করিয়ে দিয়ে ডা. শফিকুর রহমান বলেন, ‘গণভোট মানে জনগণের সরাসরি মতামত এবং জনগণ নিয়ন্ত্রিত রাষ্ট্র। এই গণভোটের মাধ্যমে আমরা অন্যায়, জুলুম ও স্বৈরাচারের বিপরীতে ন্যায়, ইনসাফ ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সুযোগ পেয়েছি।’
তিনি তাঁর পোস্টে ‘হ্যাঁ’ ভোটের তাৎপর্য ব্যাখ্যা করে বলেন, ‘হ্যাঁ’ ভোট মানে পরিবর্তনের পক্ষে এবং ‘জুলাই সনদ’-এর পক্ষে অবস্থান নেওয়া। এটি একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের পথকে প্রশস্ত করবে।

সবশেষে তিনি দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘আপনার একটি ভোটই হতে পারে সত্য ও ন্যায়ের বিজয়ের প্রধান হাতিয়ার।’
জকসু নির্বাচনে শিবিরের জয়, জামায়াত আমিরের অভিনন্দন
