বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এজেডএম জাহিদ হোসেনের মা বেগম জেবুননেসা বেগম (৮১) হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে তাকে ভর্তি করা হয়।
তিনি চিকিৎসকদের নিবিড পর্যবেক্ষনের জন্য সিসিইউতে চিকিৎসা আছেন বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।
তিনি বলেন, ‘হঠাৎ অসুস্থ হয়ে পড়লে উনাকে গুলশানে ছেলের বাসা থেকে রাতে এভারকেয়ার হাসপাতালে সিসিইউতে ভর্তি করা হয়েছে।’
পরিবারের সদস্যরা দেশবাসীর কাছে তার আশু আরোগ্যে দোয়া চেয়েছেন বলে জানান শায়রুল কবির খান।
হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের অধীনে তিনি চিকিৎসাধীন আছেন।
