ঢাকা
সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৬ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

শ্রীলেখা মিত্র

লোকজন বিয়ে করছে, আমি প্রেমও করতে পারছি না

আপডেট : ০১ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৪ এএম

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র বরাবরই নিজের ব্যক্তিজীবন নিয়ে খোলামেলা মন্তব্যের জন্য আলোচনায় থাকেন। দীর্ঘদিন ধরেই একমাত্র মেয়ে ঐশীকেই কেন্দ্র করে জীবন কাটাচ্ছেন তিনি। ব্যক্তিগত সম্পর্ক ও একা থাকার অভিজ্ঞতা নিয়ে বিভিন্ন সময়ে আলোচনায় এলেও কখনো বিয়ের সিদ্ধান্ত নেননি তিনি।

রোববার (৩০ নভেম্বর) নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে আবারও ব্যক্তিজীবন নিয়ে অকপট মন্তব্য করেন শ্রীলেখা। সেখানে তিনি লিখেছেন,
“লোকজন কি সুন্দর বিয়ে করছে আর আমি একটা প্রেম পর্যন্ত করে উঠতে পারছি না। সত্যি বুড়ো হয়ে গেলাম।”

এর আগেও বিয়ে–প্রেম প্রসঙ্গে একই ধরনের বক্তব্য দিতে দেখা গেছে তাকে। গত বছর এক সাক্ষাৎকারে দ্বিতীয় বিয়ের কোনো পরিকল্পনা নেই জানিয়ে শ্রীলেখা বলেছিলেন, “এখনও এমন কাউকে পাইনি যাকে দেখে মনে হবে—এই তো সেই মানুষ। নিজের মতো করে জীবন চালাতে চালাতে এখন আর এসব ভালো লাগে না।”

একা থাকার স্বাধীনতার জায়গাটি তুলে ধরে তিনি আরও বলেছিলেন, “টিভির রিমোট নিয়ে ঝগড়া, পাশে কেউ নাক ডাকছে—এগুলো এখন আর সহ্য করতে পারব না। কুকুরদের সঙ্গে থাকতেই ভালো লাগে। ওদের সঙ্গেই রাজার মতো থাকি।”

অভিনয়জীবনের বাইরে নানা খোলামেলা মন্তব্য, টলিউডের স্বজনপ্রীতি নিয়ে সমালোচনা—এসব কারণেই শ্রীলেখা বহুবার আলোচনার কেন্দ্রবিন্দু হয়েছেন। সাম্প্রতিক সময়ে অভিনয়ের পাশাপাশি পরিচালনায়ও যুক্ত হয়েছেন তিনি। ‘এবং ছাদ’ নামের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালনার মাধ্যমে সে পথচলা শুরু।

HN
আরও পড়ুন