গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ভারতকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আপনারা বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার বিরুদ্ধে দাঁড়াবেন না। জনগণ রক্ত দিয়ে দেশে স্বাধীন করেছে। ১৯৭১ সালে আপনারা আমাদের পাশে দাঁড়িয়েছিলেন সেইজন্য আমরা ভারতের জনগণের কাছে কৃতজ্ঞ। কিন্তু দেশের সার্বভৌমত্ব বিনষ্ট করতে চাইলে, কিংবা কোনও গোলামকে ক্ষমতায় রাখতে চাইলে জনগণ সেটা মানবে না।’
শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে জাতীয় জাদুঘরের সামনে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকীকে সামনে রেখে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
সাকি বলেন, ‘বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য দেশের প্রতিটি নাগরিক প্রস্তুত। মওলানা ভাসানী আমাদের নির্দেশনা দিয়ে গেছেন। তিনি বলেছেন, পিন্ডির জিনজির ছিন্ন করেছি দিল্লির দাসত্ব করার জন্য নয় ‘
‘২০২৪ সালে দেশের সকল ছাত্র, শ্রমিক-জনতা জেগে উঠে বলেছে, আমরা দিল্লির দাসত্ব করবো না।’ এ কথা জানিয়ে সাকি আরও বলেন, ‘বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। ভারত যদি আমাদের অধিকার দিয়ে ন্যায্যতার সাথে সুসম্পর্ক রাখতে চায়, তাহলে সম্পর্ক থাকবে।’

‘আমরা যদি আর ফ্যাসিস্টকে দেখতে না চাই, তাহলে আমাদের অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে’ উল্লেখ করে সাকি বলেন, স্বৈরাচার শেখ হাসিনা এই দেশের মানুষকে গণহত্যা করেই ক্ষান্ত হননি, তিনি এখন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। হাসিনা বলেছিলেন, ট্রম্পের ছবি নিয়ে মিছিল করতে, কেউ আক্রান্ত হলে সেই ছবি তিনি ট্রাম্পের কাছে পাঠাতে চেয়েছিলেন। এটা স্পষ্টই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র!’
