ক্যান্টনমেন্টের বাড়িটি খালেদা জিয়াকে ফিরিয়ে দেওয়ার দাবি আলালের

শুক্রবার (২২ নভেম্বর) সকালে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে এ দাবি জানান তিনি।

আপডেট : ২২ নভেম্বর ২০২৪, ০৩:১২ পিএম

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল দাবি জানিয়ে বলেন, ক্যান্টনমেন্টের যে বাড়ি থেকে বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে বের করে দেয়া হয়েছিল সেই বাড়ি আবারও তাকে ফিরিয়ে দিতে হবে।

শুক্রবার (২২ নভেম্বর) সকালে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে এ দাবি জানান তিনি।

জাতীয়তাবাদী প্রচার দলের ১৩-তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে আলাল বলেন, নব গঠিত নির্বাচন কমিশনের ওপর বিএনপি আস্থা রাখতে চায়। কথা বেশি না বলে নির্বাচন কমিশন কাজের মাধ্যমে তাদের সক্ষমতা প্রমাণ করবে।

নির্বাচন কমিশন গঠনের মধ্য দিয়ে এরই মধ্যে নির্বাচনী ট্রেনের যাত্রা শুরু হয়েছে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘সরকার যে সংস্কার কাজ শুরু করেছে, তা দ্রুত শেষ হবে বলে আমার প্রত্যাশা।
 
উল্লেখ্য, ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল রোডের ৬ নম্বর বাড়িতে থাকতেন তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া। আওয়ামী লীগ সরকারের সময় ২০১০ সালের ১৪ নভেম্বর খালেদা জিয়াকে তার সেনানিবাসস্থ বাড়ি থেকে উচ্ছেদ করা হয়।

AHA/AS
আরও পড়ুন