সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ফটোকার্ড আকারের একটি ছবি ভাইরাল হয়েছে। তাতে দেখা যায়, আলোচিত ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারী বলেছেন, ‘জামায়াত ক্ষমতায় গেলে ৫ বছরে দেশে উন্নয়নের জোয়ার বয়ে যাবে।’
এদিকে রিউমর স্ক্যানার টিম বলছে, এমন কোনো মন্তব্য মিজানুর রহমান আজহারী করেননি। প্রকৃতপক্ষে, এটি জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিনের মন্তব্য। রাজধানীতে গত ৩ জানুয়ারি এক কর্মী সম্মেলনে এমন মন্তব্য করেছেন।
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘জামায়াত ক্ষমতায় গেলে ৫ বছরে দেশে উন্নয়নের জোয়ার বয়ে যাবে’ শীর্ষক কোনো মন্তব্য মিজানুর রহমান আজহারী করেননি। প্রকৃতপক্ষে, জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন রাজধানীতে গত ৩ জানুয়ারি এক কর্মী সম্মেলনে এমন মন্তব্য করেছেন ।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করলে তাতে কোনো নির্ভরযোগ্য তথ্য-প্রমাণের উল্লেখ পাওয়া যায়নি। এছাড়া, ওই দাবিতে প্রচারিত ফটোকার্ডে কোনো গণমাধ্যমের লোগো বা নামেরও উল্লেখ পাওয়া যায়নি। সাধারণত কোনো গণমাধ্যম কোনো ফটোকার্ড প্রকাশ করে থাকলে, প্রচারিত ফটোকার্ডে গণমাধ্যমটির নাম বা লোগোর সংযুক্তি থাকে। তবে, প্রচারিত ওই ফটোকার্ডটিতে এমন কোনো গণমাধ্যমের নাম বা লোগোর উল্লেখ পাওয়া যায়নি, যা থেকে ধারণা করা যায় যে, আলোচিত ফটোকার্ডটি গণমাধ্যমে প্রচার করা হয়নি।
এমনকি পরবর্তী অনুসন্ধানে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে আলোচিত দাবিটির সপক্ষে গণমাধ্যম বা কোনো নির্ভরযোগ্য সূত্রেও কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। এছাড়া আজহারীর ফেসবুক অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করেও আলোচিত দাবির সপক্ষে কোনো পোস্ট পাওয়া যায়নি।
