ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ফেব্রুয়ারিতে ‘হরতাল-অবরোধ’ নিয়ে মাঠে নামবে আওয়ামী লীগ

অন্তর্বর্তী সরকারের পদত্যাগ দাবিতে এবং হরতাল-অবরোধ কর্মসূচি বাস্তবায়নে পহেলা ফেব্রুয়ারি থেকেই মাঠে নামবে আওয়ামী লীগ। 

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৫, ১০:১৫ এএম

ফেব্রুয়ারিতে অবরোধ ও ‘কঠোর’ হরতাল ডেকেছে আওয়ামী লীগ। অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের পদত্যাগ ও ‘অপশাসন-নির্যাতনের প্রতিবাদে আগামী ১৬ ফেব্রুয়ারি ও ১৮ ফেব্রুয়ারি হরতালের ডাক দিয়েছে আওয়ামী লীগ।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাতে দলটির ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়।

এতে বলা হয়, অন্তর্বর্তী সরকারের পদত্যাগ দাবিতে এবং হরতাল-অবরোধ কর্মসূচি বাস্তবায়নে ১ ফেব্রুয়ারি থেকেই মাঠে নামবে আওয়ামী লীগ। 

এছাড়া ১০ দাবিসহ ৫ ধরনের কর্মসূচির ঘোষণা দিয়েছে দলটি।

তাদের কর্মসূচিগুলো হলো—
* ১ থেকে ৫ ফেব্রুয়ারি সারা দেশে লিফলেট বা প্রচারপত্র বিলি 
* ৬ ফেব্রুয়ারি প্রতিবাদ মিছিল ও সমাবেশ
* ১০ ফেব্রুয়ারি বিক্ষোভ মিছিল সমাবেশ 
* ১৬ ফেব্রুয়ারি অবরোধ
* ১৮ ফেব্রুয়ারি দেশব্যাপী সকাল-সন্ধ্যা সর্বাত্মক কঠোর হরতাল

দলটি বলছে, দেশের মানুষের রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার আদায়ের এসব কর্মসূচিতে কোনো প্রকার বাধা প্রদান করা হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

AHA
আরও পড়ুন