ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

টালবাহানা না করে দ্রুত নির্বাচন দিন: ফারুক

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৪০ পিএম

টালবাহানা না করে অনতিবিলম্বে জাতীয় নির্বাচনের ঘোষণা দেয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক।

জাতীয় নির্বাচনের আগে ইউনিয়ন পরিষদ নির্বাচন বিএনপি মানবে না জানিয়ে জয়নুল আবেদিন বলেন, বিএনপি রাজপথের দল, তার ধৈর্য্যের বাঁধ ভাঙবেন না।
 
টালবাহানা না করে অনতিবিলম্বে জাতীয় নির্বাচনের ঘোষণা দেয়ার আহ্বান জানান তিনি

সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে তৃণমূল নাগরিক আন্দোলনের আয়োজনে স্থানীয় সরকার নির্বাচনের আগে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে নাগরিক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
 
সংস্কারের কথা বলে আবারও মইনউদ্দিন-ফখরুদ্দিনের মত দুবছর ক্ষমতায় থাকার ষড়যন্ত্র থেকে বিরত থাকার হুঁশিয়ারি দিয়ে বলেন, যত বিলম্ব হবে তত ষড়যন্ত্র বাড়তে থাকবে।

NC
আরও পড়ুন