১২ দলীয় জোট ভাঙার নেপথ্যে

আপডেট : ০১ মার্চ ২০২৫, ০৭:০১ পিএম

১২ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে গেল জাতীয় পার্টি (জাফর)। শনিবার (১ মার্চ) জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের খিলগাঁও কার্যালয়ে অনুষ্ঠিত দলের নির্বাহী কমিটির জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার। জানা যায়, ১২ দলীয় জোটের কার্যকলাপ নিয়ে দীর্ঘদিন ধরে ক্ষোভ ছিল জাতীয় পার্টির (জাফর) নেতাদের। ফলে জোট ছাড়ার জন্য চাপ সৃষ্টি হতে থাকে দলটিতে।
 
জোট থেকে বের হওয়ার কারণ জানতে চাইলে জাতীয় পার্টি (জাফর) সাবেক এমপি আহসান হাবিব লিংকন সাংবাদিকদের বলেন, ‘দীর্ঘদিন ধরে ১২ দলীয় জোটের কতিপয় নামসর্বস্ব নেতার কার্যকলাপ নিয়ে জাতীয় পার্টি (জাফর) নেতাদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়।’

তিনি বলেন, এই ক্ষোভের পরিপ্রেক্ষিতে আজ শনিবার খিলগাঁও পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে নির্বাহী কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়। এতে সিদ্ধান্ত হয় আজ থেকে মোস্তফা জামাল হায়দারের নেতৃত্বাধীন ১২ দলীয় জোট থেকে জাতীয় পার্টি (জাফর) বেরিয়ে এককভাবে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করবে।
 
তিনি জানান, জোট থেকে বের হলেও বিএনপির নেতৃত্বে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইকে বেগবান করার জন্য মোস্তফা জামাল হায়দারের নেতৃত্বে জাতীয় পার্টি (জাফর) রাজপথে লড়াই অব্যাহত রাখবে।

NC
আরও পড়ুন