ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

আবু সাঈদের পরিবারের জন্য ইফতার পাঠালেন তারেক রহমান

‘আবু সাঈদের ত্যাগ জাতি আজীবন মনে রাখবে। তার পরিবারের পাশে বিএনপি আছে এবং সব সময়ই থাকবে।’

আপডেট : ০৮ মার্চ ২০২৫, ০৪:১৫ পিএম

জুলাই বিপ্লবে শহীদ আবু সাঈদের পরিবারের জন্য ইফতার সামগ্রী পাঠিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (৭ মার্চ) সন্ধ্যায় পীরগঞ্জের বাবনপুরে শহীদ আবু সাঈদের গ্রামের বাড়িতে যান রংপুর জেলা বিএনপি নেতৃবৃন্দ। খবর বাসসের

সেখানে আবু সাঈদের বাবা মকবুল হোসেনসহ পরিবারের সদস্যদের সাথে কুশল বিনিময় শেষে তারেক রহমানের পাঠানো ইফতার সামগ্রী তুলে দেন রংপুর জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম।

এ সময় সাইফুল ইসলাম বলেন, ‘আবু সাঈদের ত্যাগ জাতি আজীবন মনে রাখবে। তার পরিবারের পাশে বিএনপি আছে এবং সব সময়ই থাকবে।’

এ সময় পীরগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক মাহামুদুন নবী চৌধুরী পলাশ, সদস্য সচিব অধ্যাপক জাকির হোসেন, যুগ্ম আহবায়ক শাহিনুজ্জামান শাহিন, পীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি সাইফুল আজাদ মণ্ডল, সদস্য সচিব ইয়াতিমুল হক লিটন, মদনখালী ইউনিয়ন বিএনপির সভাপতি সাজু, সাধারণ সম্পাদক শাহজাহানসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বৈষম্য বিরোধী আন্দোলনের সময় গত বছরের ১৬ জুলাই পুলিশের গুলিতে শহীদ হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র আবু সাঈদ।

NC
আরও পড়ুন