নির্বাচন ডিসেম্বরের মধ্যেই হতে হবে : দুদু

আপডেট : ০৯ এপ্রিল ২০২৫, ০৪:২৯ পিএম

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, নির্বাচন এই বছরের ডিসেম্বরের মধ্যেই হতে হবে। নির্বাচন ঠেকানোর মতো সাহস কারও নেই। নির্বাচন এ বছরের ডিসেম্বরের মধ্যেই হতে হবে। এটা এখন আমরা দাবি করছি। কিন্তু আমরা প্রমাণ করে ছাড়বো ডিসেম্বরেই নির্বাচন হবে।

বুধবার (৯ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবে নাগরিক অধিকার বাস্তবায়ন পরিষদ আয়োজিত ‘সংস্কার, জাতীয় নির্বাচন ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।

অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে দুদু বলেন, ‘আপনাদের আমরা সমর্থন করি। আপনাদের প্রতি আমাদের শ্রদ্ধা আছে। এই শ্রদ্ধা, ভালোবাসা নষ্ট করবেন না। বিএনপিকে রাস্তায় নামতে বাধ্য করবেন না। বিএনপি রাস্তায় নামার আগেই নির্বাচন দিন। বিএনপি রাস্তায় নামলে কী হবে শেখ হাসিনার দিকে তাকান।’

তিনি বলেন, ‘সরকার বিশেষ কোনো কিছু বাস্তবায়ন না করলে আগামী বাংলাদেশ হবে গণতন্ত্রের বাংলাদেশ। অনেকেই মনে করছেন তারা ক্ষমতায় যাবে। তাদের উদ্দেশে বলব, সাহস থাকলে নির্বাচন করে ক্ষমতায় আসেন।’

তিনি আরও বলেন, ‘বিএনপি যে কয়বার ক্ষমতায় এসেছে, জনগণের সমর্থন ও ভালবাসা নিয়ে। কারণ আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী খালেদা জিয়া ও তারেক রহমান আছে।’

বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, ‘বিএনপি বরাবরই চ্যালেঞ্জ গ্রহণ করতে পছন্দ করে। আর বিএনপি যত বেশি চ্যালেঞ্জ গ্রহণ করেছে, বাংলাদেশের আর কোনো রাজনৈতিক দল এত চ্যালেঞ্জ গ্রহণ করেনি। কারণ, বিএনপির যতবার ক্ষমতায় এসেছে, জনগণের শ্রদ্ধা ভালোবাসা নিয়ে এসেছে। নির্বাচন এই বছরের মধ্যে হতে হবে। এটা প্রমাণ করেই ছাড়বো।’

 

AA/AHA
আরও পড়ুন