ঢাকা
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

নির্বাচনের রোডম্যাপ

প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক কাল

আপডেট : ১৫ এপ্রিল ২০২৫, ০১:০৮ পিএম

নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার জন্য প্রধান উপদেষ্টার সঙ্গে আগামীকাল বৈঠকে বসবে বিএনপি।

বুধবারের (১৬ এপ্রিল) বৈঠকে আশ্বস্ত হলে ভোটের লড়াইয়ের কৌশল ঠিক করবে দলটি। আর ফলাফল ব্যতিক্রম হলে রোডম্যাপ চেয়ে কর্মসূচিতেও যেতে পারে বিএনপি। দুপুর ১২টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিএনপির স্হায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, বৈঠকে আমরা প্রধান উপদেষ্টাকে বুঝাতে চেষ্টা করবো- আগামী ডিসেম্বর জাতীয় নির্বাচন দেয়ার জন্য বিএনপি ও জাতিকে যে আশ্বাস তিনি দিয়েছিলেন; সেই কথাগুলো তিনি যেন প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে ঘোষণা দেন। এ ছাড়া তিনি যেন নির্বাচন কমিশনকে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিসহ অন্যান্য কাজ সম্পন্ন করার জন্য আদেশ দেন।

JA
আরও পড়ুন