ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বিএনপি নেতা গিয়াস উদ্দিন কাদের ও গোলাম আকবরকে শোকজ

আপডেট : ৩০ এপ্রিল ২০২৫, ০৪:৫২ পিএম

দলীয় শৃঙ্খলা পরীপন্থি কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকারকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) করা হয়েছে।  

বুধবার (৩০ এপ্রিল) তাদের এ নোটিশ পাঠানো হয়েছে বলে বিএনপির দপ্তর সূত্র নিশ্চিত করেছে।

প্রয়াত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর ভাই গিয়াস কাদের চৌধুরীর সঙ্গে গোলাম আকবরের প্রকাশ্য দ্বন্দ্ব দীর্ঘদিনের। 

এর আগে গত বছর গিয়াস কাদের চৌধুরকে  সতর্ক করে একবার শোকজ করেছিল দলটি। 

AA/AHA
আরও পড়ুন