ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

খালেদা জিয়া দেশে ফেরায় ‘আনন্দিত’ জিএম কাদের

আপডেট : ০৬ মে ২০২৫, ০৩:৪০ পিএম

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশে ফেরায় নিজে আনন্দবোধ করছেন বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেন, দীর্ঘ দিন দেশের বাইরে চিকিৎসাধীন থাকার পর বেগম খালেদা জিয়ার স্বদেশ প্রত্যাবর্তনে আমরা আনন্দিত। 

একইসঙ্গে খালেদা জিয়াকে জনপ্রিয় ও অভিজ্ঞ রাজনীতিবিদ আখ্যা দিয়ে সবার মধ্যে ঐক্য গড়ে তুলতে তিনি ভূমিকা রাখবেন বলে প্রত্যাশার কথা জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (৬ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই প্রত্যাশার কথা জানান।

তিনি বলেন, দেশ আজ এক ক্রান্তিকাল অতিক্রম করছে। অর্থনৈতিক সংকট, সামাজিক অস্থিরতা আইন শৃঙ্খলার অবনতি ও অস্থিতিশীল রাজনীতি দেশকে এক ভয়াবহ অনিশ্চিত ভবিষ্যতের দিকে ধাবিত করছে। পরস্পরের প্রতি ঘৃণা-বিদ্বেষ রাজনৈতিক দল ও জনগনের মধ্যে বিভক্তি ও প্রতিহিংসার রাজনীতির প্রসার ঘটছে।

দেশ প্রতিদিন এক সংঘাতময় পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে এমন দাবি করে তিনি বলেন, সে প্রেক্ষিতে বেগম খালেদা জিয়া বিজ্ঞ-অভিজ্ঞ ও জনপ্রিয় রাজনীতিবিদ। তিনি জনগণের মধ্যে পরস্পরের প্রতি সহনশীলতা, সম্প্রীতি ও সৌহার্দ্য সৃষ্টির মাধ্যমে দৃঢ় ঐক্য গড়ে তুলবেন।

জিএম কাদের বলেন, দেশের বর্তমান সংকটময় পরিস্থিতির অবসানে খালেদা জিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। আমরা তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।

AA/AHA
আরও পড়ুন