ডাকসুর সাবেক ভিপি ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, আমরা একটা ফেয়ার নির্বাচন চাই, এর জন্য আমরা কোনো সময়সীমা দেইনি। সুষ্ঠু নির্বাচনের জন্য যতটা সময় লাগবে, লাগুক।
রোববার (২৫ মে) প্রধান উপদেষ্টার সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা বৈঠক করেন। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মান্না বলেন, ড. ইউনূস বলেছেন কম সংস্কার হলে ডিসেম্বর, আরেকটু বেশি হলে জুনের মধ্যে নির্বাচন হবে। সমগ্র জাতি চায় না ড. ইউনূস পদত্যাগ করুন। এজন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ বাড়ানোর পরামর্শ দেন তিনি।
প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্যের কথা বলেছেন জানিয়ে মান্না বলেন, ভারতীয় আধিপত্যবাদ জুলাই আন্দোলনকে অস্বীকার করে, আমাদের শেষ করার ষড়যন্ত্র করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা।
৫ ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন চায় এবি পার্টি: মঞ্জু