পরিবারতান্ত্রিক রাজনীতিকে না বলেছে জনগণ: হান্নান মাসুদ

আপডেট : ২২ জুন ২০২৫, ১০:৩৪ এএম

চব্বিশের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণ পরিবারতান্ত্রিক রাজনীতিকে না বলেছেন বলে মন্ত্রব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ।  

তিনি বলেন, এই দেশকে কোনো পরিবারের কাছে ইজারা দেওয়া হয়নি। দু'একটি পরিবার এই দেশকে শাসন করবে, শোষণ করবে, তা আর হতে দেওয়া হবে না। এখন দেশের ১৮ কোটি জনগণ সিদ্ধান্ত নেবে।

শনিবার (২১ জুন) সিরাজগঞ্জের বেলকুচিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আয়োজিত নাগরিক সমাবেশে হান্নান মাসুদ এসব কথা বলেন।

এই ছাত্র নেতা বলেন, গণঅভুত্থানের মাধ্যমে যে সরকার দায়িত্ব নিয়েছে তারা মাথা উঁচু করে দাঁড়াতে পারছে না। বারবার এই সরকার অত্যাচারীদের কাছে মাথানত করছে।

তিনি বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন করায়ত্ব করে রাখা হয়েছে। আরও একবার জোর যার মুল্লুক তার এই রাজনীতি প্রতিষ্ঠিত করার চেষ্টা চলছে। মনে রাখবেন, এখনই যদি রুখে না দাঁড়ান তাহলে আগামী নির্বাচনেও আপনারা ভোট দিতে পারবেন না।  

RA/SN