নির্বাচনের আশ্বাসে জনগণের মধ্যে আশার সঞ্চার হয়েছে: আমীর খসরু

আপডেট : ২৩ জুন ২০২৫, ০৭:৩৩ পিএম

ফেব্রুয়ারিতে নির্বাচনের আশ্বাসে জনগণের মধ্যে আশার আলো সঞ্চার হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

সোমবার (২৩ জুন) বিকেলে গণফোরামারের সঙ্গে বিএনপির লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

আমীর খসরু বলেন, লন্ডনে ড. ইউনূস-তারেক রহমানের বৈঠকের মাধ্যমে নির্বাচনি অনিশ্চয়তা কেটে গেছে। দেশ নির্বাচনি টানেলে প্রবেশ করেছে। ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণায় নির্বাচন আয়োজনের সব সংশয় দূর হয়েছে।

সাবেক সিইসি নুরুল হদার সঙ্গে মব জাস্টিসের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি মবের বিরুদ্ধে শক্ত অবস্থানে রয়েছে। দলের কেউ এর সঙ্গে যুক্ত হলে ব্যবস্থা নেয়া হবে।

গণফোরামের পর সন্ধ্যায় এনডিএমের সঙ্গে বৈঠক করেন বিএনপির লিয়াজোঁ কমিটি।

FJ
আরও পড়ুন