বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সংস্কারের নামে নির্বাচনকে বিলম্বিত করে ক্ষমতায় থাকতে চাইলে সেটা হবে দুঃস্বপ্ন।
শনিবার (৫ জুলাই) চুনকুটিয়া গার্লস স্কুল প্রাঙ্গণে কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখা আয়োজিত 'যথা সময়ে সংস্কার ও দ্রুত সময়ে জাতীয় নির্বাচনের দাবিতে' এক সমাবেশে তিনি এ কথা বলেন।
এ সময় সালাহউদ্দিন আহমদ আরও বলেন, গণতন্ত্রের ইতিহাস ভুলিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে। বিএনপি ক্ষমতায় এলে সংবিধানসহ সব সংস্কার বাস্তবায়ন করবে।