ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

রংপুরে এনসিপি নেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

আপডেট : ০৮ জুলাই ২০২৫, ১০:০৮ পিএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক উইংয়ের কেন্দ্রীয় সংগঠক হাফিজুর রহমানের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০৮ জুলাই) রাত ৮টায় উপজেলার সর্বস্তরের আয়োজনে প্রেসক্লাবের সামনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন- এনসিপির কেন্দ্রীয় শ্রমিক উইংয়ের যুগ্ম সমন্বয়কারী আব্দুল বারেক, কেন্দ্রীয় সংগঠক মেহেদী হাসান, নাটোর জেলার প্রধান সমন্বয়কারী রাজ, রংপুর জেলা শ্রমিক উইয়িংয়ের প্রধান সমন্বয়কারী মাসুম বিল্লাহ প্রমুখ।

বক্তারা অবিলম্বে হাফিজুর রহমানের উপর হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি জানান।

গত ৬ জুলাই গভীর রাতে পীরগঞ্জ উপজেলা সদর থেকে বাড়ি ফেরার পথে পাল্লার পাথার নামকস্থানে কতিপয় দুর্বত্তকারী তাকে এলাপাথাড়ী প্রহার করে। এতে তিনি মারাত্মক আহত হন। রাতেই তাকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ও পরে রংপুর মেডিকেলে ভর্তি করা হয়। বর্তমানে তার অবস্থা আশংকাজনক।

MMS
আরও পড়ুন