ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

চব্বিশের গণহত্যায় দায়ীদের বিচার চাইলেন সোহেল তাজ

আপডেট : ১০ জুলাই ২০২৫, ০৮:৫৭ এএম

বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছেলে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ বলেছেন, ‘২৪ এর গণহত্যায় দায়ীদের বিচার করতে হবে।’

বুধবার (৯ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই সাহসী যোদ্ধাদের, যারা তাদের প্রাণের বিনিময়ে বাংলাদেশকে স্বৈরশাসনের হাত থেকে মুক্ত করেছে-এই গণহত্যার জন্য দায়ী সবার বিচার করতেই হবে।

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজের ফেসবুক পোস্ট।

শেখ হাসিনা সরকারের গণহত্যা নিয়ে ব্রিটিশ গণমাধ্যম বিবিসির অনুসন্ধানী প্রতিবেদন ‘দ্য ব্যাটল ফর বাংলাদেশ: ফল অব শেখ হাসিনা’ শেয়ার করে তাজউদ্দীনপুত্র ক্যাপশনে লিখেছেন, শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সেই সাহসী যোদ্ধাদের, যারা তাদের প্রাণের বিনিময়ে বাংলাদেশকে স্বৈরশাসনের হাত থেকে মুক্ত করেছে- এই গণহত্যার জন্য দায়ী সকলের বিচার করতেই হবে।

RF/AHA
আরও পড়ুন