ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

‌‌‘যুক্তরাষ্ট্র শুল্ক আরোপ করে দেশের অগ্রযাত্রাকে পিছিয়ে দিতে চায়‌’

আপডেট : ২৫ জুলাই ২০২৫, ১০:১৪ এএম

যুক্তরাষ্ট্র শুল্ক আরোপ করে দেশের অগ্রযাত্রাকে পিছিয়ে দিতে চায় বলে অভিযোগ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দলটির নেতারা বলেছেন, দেশ ধীরে ধীরে সাম্রাজ্যবাদের খপ্পরে পড়ে যাচ্ছে। এর মধ্য দিয়ে ভবিষ্যতে বাংলাদেশ সাম্রাজ্যবাদের যুদ্ধক্ষেত্রে পরিণত হবে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে সিপিবি নেতারা এসব কথা বলেছেন। সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে এই সমাবেশে বক্তব্য দেন দলটির সাধারণ সম্পাদক রুহিন হোসেন (প্রিন্স) ও সভাপতিমণ্ডলীর সদস্য সাজ্জাদ জহির। সমাবেশ সঞ্চালনা করেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সম্পাদক লুনা নূর। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিপিবি এসব তথ্য জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকার দেশবিরোধী গোপন চুক্তি করেছে বলে অভিযোগ করেছে সিপিবি। এই চুক্তি বাতিলের দাবি জানিয়ে সিপিবি বলেছে, জনগণের মতামতের তোয়াক্কা না করে যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশবিরোধী গোপন চুক্তি করেছে অন্তর্বর্তী সরকার, যা দেশবাসী কোনোভাবেই গ্রহণ করবে না।

আরও পড়ুন