ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ড্যাবের পাঁচ পদে ভোট গ্রহণ ৯ আগস্ট

আপডেট : ২৭ জুলাই ২০২৫, ১০:৩৩ এএম

বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) নতুন নেতৃত্ব নির্বাচনের লক্ষ্যে ‘নির্বাচনী তপশিল-২০২৫’ ঘোষণা করা হয়েছে। তপশিল অনুযায়ী, সংগঠনের সভাপতি, মহাসচিব, সিনিয়র সহসভাপতি, কোষাধ্যক্ষ এবং সিনিয়র যুগ্ম মহাসচিব পদে আগামী ৯ আগস্ট ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এদিন কাকরাইলের উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই ভোট গ্রহণ চলবে।

নির্বাচনী তপশিল অনুযায়ী, মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের শেষ সময় সোমবার (২৮ জুলাই) রাত ১০টা পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই ও বৈধ প্রার্থী তালিকা প্রকাশ ২৯ জুলাই। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ৩০ জুলাই রাত ১০টা পর্যন্ত। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ৩১ জুলাই।

সভাপতি ও মহাসচিব পদে মনোনয়ন ফরমের মূল্য ১০ হাজার টাকা। আর সিনিয়র সহসভাপতি, কোষাধ্যক্ষ ও সিনিয়র যুগ্ম মহাসচিব পদে ফরমের মূল্য ৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে চলতি বছরের ২৪ মার্চ অধ্যাপক ডা. হারুন আল রশীদ এবং ডা. মো. আব্দুস সালামের নেতৃত্বাধীন ড্যাবের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করা হয়।

SN
আরও পড়ুন