জুলাই সনদের ভিত্তিতেই পরবর্তী নির্বাচন ও সংসদ গঠিত হতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
শনিবার (২ আগস্ট) বিকেলে বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, জুলাই পদযাত্রার মধ্য দিয়ে আমরা সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছি। জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী দেশ নিয়ে তাদের ভাবনা শুনেছি। আমাদের কাছে তাদের প্রত্যাশার কথা জেনেছি। এর মাধ্যমে আমরা বাংলাদেশের ভবিষ্যত রূপকল্প তৈরি করবো।
নাহিদ আরও বলেন, ৩ আগস্ট শহিদ মিনার থেকে সরকার পতনের এক দফা ঘোষণা করা হয়েছিল। সেদিন থেকে আমরা ফ্যাসিবাদী রাজনৈতিক ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের দাবি জানিয়ে আসছি। ফ্যাসিবাদী সরকারের পতন হলেও ফ্যাসিবাদী ব্যবস্থার পতন এখনো হয়নি। নতুন বাংলাদেশ নির্মাণের লড়াই আমাদের চালিয়ে যেতে হচ্ছে। কাল রোববার শহীদ মিনারে আমাদের জুলাই পদযাত্রার আনুষ্ঠানিক পরিসমাপ্তি হবে। সেখানে নতুন বাংলাদেশের ইশতেহার পাঠ করা হবে। ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা ও কর্মসূচি প্রকাশ করা হবে।’
তিনি বলেন, জুলাই পদযাত্রার মূল দাবি ছিল বিচার সংস্কার ও নতুন সংবিধান প্রণয়ন। আমরা জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদের কথা বলেছি। শুনেছি, আগামী ৫ আগস্ট সব রাজনৈতিক পক্ষকে নিয়ে সরকার জুলাই সনদ প্রকাশ করবে। আমরা সরকারের এ উদ্যোগকে স্বাগত জানাই।
সনদের সব বিষয়ের ওপর ঐকমত্য হলেও কিছু বিষয়ে ভিন্নমত রয়েছে। ঐকমত্য কমিশন এখনো এসব বিষয়ে বা সনদের বাস্তবায়ন পদ্ধতি সম্পর্কে দলগুলোকে কিছু জানায়নি। বাস্তবায়ন প্রক্রিয়া স্পষ্ট হলেই সব দল এতে স্বাক্ষর করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
