ঢাকা
রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

পিআর পদ্ধতি ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: তাহের

আপডেট : ০৬ আগস্ট ২০২৫, ০৬:১৬ পিএম

পিআর পদ্ধতি সুষ্ঠু নির্বাচনের জন্য মাইলফলক উল্লেখ করে জামায়াত ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, জুলাই সনদের ভিত্তিতে নির্বাচনই জাতির আকাঙ্ক্ষা। তবে পিআর পদ্ধতি ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। 

বুধবার ( ৬ আগস্ট) জুলাই ঘোষণাপত্র ও প্রধান উপদেষ্টার ভাষণ নিয়ে দলটির আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সংখানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচনের দাবি জানিয়ে আসছে বাংলাদেশ জামায়াত ইসলামী।  ৫৪ বছরের আগের ট্র্যাডিশনাল নির্বাচন দেশের জন্য উপযোগী নয়। রাতে ভোট, কেন্দ্র দখল এগুলো আগের ঐতিহ্য। সেজন্য আমরা পিআর পদ্ধতির নির্বাচনের দাবি জানিয়ে আসছি। এবার পিআর দাবি নিয়ে আন্দোলন করা হবে। পরবর্তীতে কি হয় সেটি দেখার বিষয়।  

জামায়াতের এই নেতা বলেন, আসন্ন জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পূর্বে জুলাই জাতীয় সনদ প্রণয়ন দ্রুত সম্পন্ন করে অধ্যাদেশ, এলএফও বা গণভোট এর মাধ্যমে আইনি ভিত্তি প্রদান করা না হলে অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম বিফলে যাবে। তাই সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে। এর সাথে সংশ্লিষ্ট সকল বাহিনী ও সংস্থার কার্যকর ভূমিকা নিশ্চিত করতে হবে। সরকার ও প্রশাসনের মধ্যে স্বৈরাচারের দোসরদের মুক্ত করতে হবে। নির্বাচন কমিশনসহ প্রশাসনের সকল স্তরে নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে।

MH/FJ