জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী। বৃহস্পতিবার (১৪ আগস্ট) তার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। ২০২৩ সালে আজকের দিনে রাজধানীর বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (সাবেক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
১৯৪০ সালের ১ ফেব্রুয়ারি পিরোজপুরের জিয়ানগর উপজেলার সাঈদখালী গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। তার বাবার নাম মাওলানা ইউসুফ সাঈদী। প্রাথমিক ধর্মীয় শিক্ষা শেষে ১৯৬৪ সালে তিনি মাদরাসা শিক্ষার সর্বোচ্চ ডিগ্রি অর্জন করেন। ১৯৬০ সালে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন। তার চার ছেলে- রাফীক, শামীম, মাসুদ ও নাসিম। সকলেই বিভিন্ন ক্ষেত্রে সমাজসেবায় যুক্ত ছিলেন বা আছেন।
১৯৭৯ সালে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দেন এবং ২০০৯ সাল পর্যন্ত দলটির নায়েবে আমির হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৯৬ ও ২০০১ সালে পরপর দু’বার পিরোজপুর-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।পরে ২০১০ সালের ২৯ জুন তার শহীদবাগের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শুরুতে ধর্মীয় অনুভূতিতে আঘাতের মামলা হয তার বিরুদ্ধে। পরে ১৯৭১ সালের যুদ্ধাপরাধের অভিযোগে ২০১৩ সালে ফাঁসির রায় দেওয়া হয়। এরপর আপিলে তার সাজা কমে হয় যাবজ্জীবন। প্রায় ১৩ বছর কারাবন্দী ছিলেন তিনি।
‘ক্ষমতায় থাকাকালীন দুর্নীতির স্বর্গ গড়েছিল আ.লীগ’
রাজধানীতে জামায়াতের বিক্ষোভ