ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

প্রচলিত পদ্ধতির সংসদ নির্বাচন মেনে নেওয়া হবে না: রেজাউল করীম

আপডেট : ২২ আগস্ট ২০২৫, ০৭:৫৪ পিএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রচলিত পদ্ধতিতে আয়োজন মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করীম (চরমোনাই পীর)।

শুক্রবার (২২ আগস্ট) রাজধানীর শাহবাগে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

চরমোনাই পীর বলেন, ৫৩ বছরেও এ দেশে সুষ্ঠু ধারার রাজনীতি প্রতিষ্ঠা হয়নি। দুর্নীতি, চাঁদাবাজি, টাকা পাচার এগুলো চলছেই। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চেয়েছিলাম যেখানে মা-বোনেরা নিরাপদে থাকবে, আয়নাঘর থাকবে না, খুনিদের বিচার হবে। কিন্তু সেই স্বপ্ন বাস্তবায়িত হয়নি।

তিনি অভিযোগ করে বলেন, অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার ও বিচার প্রতিষ্ঠার যে ওয়াদা করেছিল, তা ভঙ্গ করেছে। মৌলিক কোনো সংস্কার এখনো চোখে পড়েনি, দৃশ্যমান কোনো বিচার হয়নি।

ভবিষ্যতের নির্বাচন পদ্ধতি প্রসঙ্গে তিনি বলেন, প্রচলিত নির্বাচনী পদ্ধতির মাধ্যমে দেশে খুন, দমন-পীড়ন, অর্থপাচার হয়েছে। সেই পদ্ধতিতে আর নির্বাচন হতে দেওয়া হবে না। পিআর (সংখ্যানুপাতিক) পদ্ধতিতে নির্বাচনের দাবিতে আমরা স্পষ্ট অবস্থানে রয়েছি।

তিনি আরও বলেন, বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দলই পিআর পদ্ধতিকে সমর্থন করে। যদি দরকার হয়, জনগণের মত জানতে গণভোটের আয়োজন করুন। অনেক দেশ এ পদ্ধতি গ্রহণ করে উন্নয়নের পথে এগিয়েছে, বাংলাদেশও তা পারবে।

চরমোনাই পীর সরকারের উদ্দেশে বলেন, আপনারা যেনতেন একটা নির্বাচন করতে চাইলে আমরা চুপ থাকবো না। দেশ ও জনগণের ভবিষ্যতের কথা ভেবে রাজনৈতিক সংস্কার ও খুনিদের বিচারের ব্যবস্থা করুন, তারপর নির্বাচনের কথা ভাবুন।

এ সময় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ ও বিভিন্ন জেলা থেকে আগত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

DR/MMS
আরও পড়ুন