ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

জাতীয় পার্টির কার্যালয় ঘিরে সতর্ক অবস্থানে পুলিশ 

আপডেট : ৩০ আগস্ট ২০২৫, ০৬:৫৮ পিএম

রাজধানীতে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের পর থেকেই সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।

শনিবার (৩০ আগস্ট) বিকেল ৫টার দিকে রাজধানীর কাকরাইল এলাকায় জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এমন পরিস্থিতি দেখা যায়।

সরেজমিনে দেখা যায়, কার্যালয়ের ভেতরে দলটির অর্ধশতাধিক নেতাকর্মী অবস্থান করছেন। তবে কার্যালয়ে প্রবেশ করতে না পারায় ভেতরে প্রকৃত চিত্র জানা যায়নি। দলটির নেতাকর্মীরা বের হলেই সাংবাদিকরা তাদের ঘিরে ধরে নানা প্রশ্ন করছেন। সে কারণে এক ধরনের জটলা তৈরি হচ্ছে। আপাতদৃষ্টিতে সবকিছু স্বাভাবিক মনে হলেও এই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

এর আগে বিকেল ৩টার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করার কথা ছিল দলটির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর। কিন্তু বিকেল ৫টা পর্যন্ত তিনি সেখানে যাননি। 

LH
আরও পড়ুন