ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

নুরকে চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার দাবি রাশেদের

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৯ পিএম

চলমান রাজনৈতিক পরিস্থিতিতে নিরাপত্তা ঝুঁকি উল্লেখ করে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক মো. রাশেদ খান।

সোমবার (১ সেপ্টেম্বর) সকালে নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘নুরুল হক নুরের উন্নত চিকিৎসা জরুরি না হলে ভবিষ্যতে তার স্থায়ী শারীরিক ক্ষতির আশঙ্কা রয়েছে। বিশেষ করে, তার দুই চোখে আঘাত লেগেছে এবং নাকের হাড় ভেঙে গেছে- এগুলো অত্যন্ত সংবেদনশীল অংশ।’

তিনি আরও দাবি করেন, দেশে চিকিৎসা ব্যবস্থার প্রতি আস্থা থাকলেও রাজনৈতিক পরিস্থিতি এবং নিরাপত্তা ঝুঁকির কারণে নুরের চিকিৎসা সঠিকভাবে নিশ্চিত নাও হতে পারে। ‘তাকে সুস্থ দেখানোর অপ্রয়াস চালানো হতে পারে,’ মন্তব্য করেন রাশেদ।

রাশেদ খানের অভিযোগ, ‘নুরের ওপর হামলার পেছনে গভীর কোনো ষড়যন্ত্র না থাকলে মাথা ও মুখের মতো গুরুত্বপূর্ণ অংশে এমন আঘাত হানা হতো না। তাই নুরুল হক নুরের নিরাপত্তা ও সুচিকিৎসার স্বার্থে তাকে অবিলম্বে বিদেশে পাঠানো প্রয়োজন।’

এর আগে, রোববার (৩১ আগস্ট) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে রাশেদ খান জানান, নুর সুস্থ হওয়ার পর তার ওপর হামলার বিষয়ে মামলা দায়ের করা হবে।

নুরুল হক নুর বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দলের পক্ষ থেকে তার শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে এবং উন্নত চিকিৎসা নিশ্চিতে সরকারের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

NB
আরও পড়ুন