ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

আইসিইউ থেকে কেবিনে নুর

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৫, ০২:০৭ পিএম

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। ফলে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।

সোমবার (১ সেপ্টেম্বর) সকালে ঢামেকে এক ব্রিফিংয়ে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান এ তথ্য জানান।

তিনি বলেন, নুরুল হক নুর এখন আগের তুলনায় অনেকটা সুস্থ। তার নাক ও চোয়ালের ভাঙা হাড় পুরোপুরি সেরে উঠতে চার থেকে ছয় সপ্তাহ সময় লাগবে। তবে তিনি এখন স্বাভাবিক খাবার গ্রহণ করতে পারছেন।

সকালে নুরকে দেখতে ঢামেকে যান নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। তিনি নুরের চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং তার স্বাস্থ্যের খোঁজখবর নেন।

এছাড়া গণঅধিকার পরিষদের নেতাকর্মীদেরও ঢামেকে দেখা গেছে। দলের সাধারণ সম্পাদক রাশেদ খান জানান, নুর সুস্থ হয়ে উঠলে হামলার ঘটনায় মামলা করা হবে।

গত ২৯ আগস্ট রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে আইনশৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ করলে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ অনেকে গুরুতর আহত হন। তাকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হলেও পরে রাতেই ঢামেকে ভর্তি করা হয়।

DR/AHA
আরও পড়ুন