ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

নির্বাচন আয়োজনে বাধা হয়ে দাঁড়াতে পারে আইনশৃঙ্খলা পরিস্থিতি: সাকি

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৯ পিএম

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের ক্ষেত্রে বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতি বড় ধরনের বাধা হয়ে দাঁড়াতে পারে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে এমন মন্তব্য করেন তিনি।

সাকি বলেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠনে সরকার ব্যর্থ হয়েছে। নির্বাচন আয়োজনের ক্ষেত্রেও বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতি বাধা হয়ে দাঁড়াতে পারে।
 
তিনি জানান, নির্বাচন পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণের জন্য সেপ্টেম্বরের মধ্যেই একটি স্বতন্ত্র কমিশন গঠনের প্রস্তাব দিয়েছেন তারা।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী আরও বলেন, যেসব সংস্কার প্রস্তাবে সবাই একমত এবং যেগুলো সংবিধান সংশ্লিষ্ট নয়- সেগুলো অন্তর্বর্তী সরকারকে অর্ডিন্যান্সের মাধ্যমে বাস্তবায়নের দাবি জানিয়েছি।

MMS
আরও পড়ুন