প্রতিদিন রাজধানী ঢাকাতে বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল ও সংগঠনের কোন না কোন কর্মসূচি থাকেই। তাই সকালে বের হওয়ার আগে কোথায় কোন কর্মসূচি তা জেনে নেওয়া ভালো।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।
বিএনপির কর্মসূচি
- কেরানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ মাঠে দুপুর আড়াইটায় আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
- জাতীয় প্রেসক্লাব অডিটরিয়ামে আমরা জন অধিকার পার্টির আলোচনাসভায় সকাল সাড়ে ১০টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
- জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে সকাল ১০টা আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
- জাতীয় প্রেসক্লাবের সামনে বেলা ১১টায় প্রতিবাদসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য জয়নুল আবদীন ফারুক।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কর্মসূচি
- বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ ও পদযাত্রা।
ইসির কর্মসূচি
- নির্বাচন কমিশনের সঙ্গে নির্বাচন কমিশন বিটে সাংবাদিকদের সংগঠন RFED-এর মতবিনিময় সভা বেলা ১১টায়।

