ডিম মারা সংস্কৃতি বাংলাদেশের জন্য লজ্জাজনক বলে এমন মন্ত্যব করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি জানান, এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপ করার ঘটনা একটি অসভ্য কাজ, যা দেশ ও জাতির সম্মানহানি করেছে।
বাংলাদেশ সময় মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে আটটা নাগাদ জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর ছেলে মোহাম্মদ নকিবুর রহমানের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি ভিডিওবার্তায় এই মন্তব্য করেন তাহের।

নিউইয়র্কের ম্যানহাটনস্থ জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর টার্মিনালে ঘটেছে এই ঘটনা, যেখানে আখতার হোসেনকে উদ্দেশ্য করে ডিম নিক্ষেপ করা হয়। অভিযোগ অনুসারে, এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে আমেরিকার আওয়ামী লীগের একাংশ।
সংবাদদাতাদের এক প্রশ্নের উত্তরে তাহের বলেন, এমন ঘটনা বিদেশে হলে দেশকে সম্মানহানি হয় ইহা লজ্জাজনক। যারা ডিম নিক্ষেপ করেছে তারাও অপমানিত হয়েছে, কারণ তারা যে কাজ করেছে তা দেশের ভাবমূর্তির ক্ষতি করেছে।
তিনি আরও বলেন, বাংলাদেশ‑প্রথম থেকেই এমন নেগেটিভ কালচার চলে আসছে। সরকার প্রধানের সফর হলে বিরোধীদলী স্বরূপ স্লোগান দেয়া হয় স্থান ও সময় যাই হোক, এমন আচরণ বাদ দেওয়া উচিত।
বিমানে পৌঁছানোর সময় এবং উদ্বোধনী অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিরা স্বাগত জানানো, স্লোগান দেওয়া এসব কিছু ছিল; কিন্তু সেই মুহুর্তেই যা ঘটেছে সেটি হাইকমিশনের পরিচালনায় একটি ব্যর্থতা, বলছেন তাহের। তিনি বলেন, কমিউনিকেশন গ্যাপ ছিল, সবদিক থেকে কো-অর্ডিনেশন থাকতে পারলে এধরনের ঘটনা এড়ানো যেত।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে অংশগ্রহণ ও সংশ্লিষ্ট কার্যক্রম পালন করতে যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস; এবং জামায়াতের প্রতিনিধিত্ব করছেন তাহের ও নকিবুর রহমান।
যুক্তরাষ্ট্রে আখতারের ওপর হামলা, যা বললেন তাসনিম জারা
বিকেলে বিক্ষোভ ডেকেছে এনসিপি
আখতারকে ডিম নিক্ষেপ, নীলা ইস্রাফিলের ক্ষোভ প্রকাশ