ইসলামী সমমনা দলগুলোর সঙ্গে ঐক্যের সমঝোতা হলে জামায়াত ১০০ আসন ছেড়ে দিতে পারে বলে মন্তব্য করেছেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
শুক্রবার (৩ অক্টোবর) খুলনায় ইসলামী ছাত্র শিবির আয়োজিত সদস্য পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
গোলাম পরওয়ার বলেন, ৩০০ আসনেই নির্বাচনের প্রস্তুতি নিয়েছে জামায়াত ইসলামী। তবে, সমমনা দলগুলোর সঙ্গে সমঝোতার চেষ্টা চলছে। ঐক্য হলে তাদের কিছু সিট ছাড়তে হবে। সেক্ষেত্রে ১০০ আসনও ছেড়ে দিতে হতে পারে। সেক্ষেত্রে ২০০ আসনে নির্বাচন করবে জামায়াত।
তিনি বলেন, যেসব আসনে জামায়াতের জয়ের সম্ভাবনা ক্ষীণ বা কখনও নির্বাচন করিনি সেসব আসন ছেড়ে দেওয়া হতে পারে। কেউ যদি মনে করে নিজের আসন থেকে অন্য কোথাও সে বেশি জনপ্রিয়, তাহলে ভোটার তালিকা স্থানান্তর করতে হবে।
জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, নির্বাচন ও আন্দোলন একই সাথে দুই প্রস্তুতি নিচ্ছে জামায়াত। আন্দোলনের কারণ ফেব্রুয়ারিতে একটি গ্রহণযোগ্য নির্বাচন।
তিনি বলেন, 'আমরা পিআর পদ্ধতির কথা বলেছি, বিশ্বের অনেক দেশে পিআর পদ্ধতি চালু আছে। পিআরের অনেক পদ্ধতি আছে, সেসব পদ্ধতি নিয়ে আলোচনা হতে পারে। আমরা আলোচনার জন্য প্রস্তুত। কিন্তু অন্য দলটি মনে করছে তারা যা বলবে তাই হবে। এভাবে তো রাজনীতি হতে পারে না।'
গোলাম পরওয়ার বলেন, ঐকমত্য কমিশনে আমরা জুলাই সনদের আইনি ভিত্তি চেয়েছি, তবে একটি বড় দলের বাধায় জুলাই সনদ বাধাগ্রস্ত হচ্ছে। তারা মৌলিক সংস্কার চায় না। তারা মনে করছে তারা ক্ষমতায় চলে গেছে, এটা ভেবেছে বলেই ডাকসু, জাকসু নির্বাচনে ফল পেয়েছে।
জামায়াত নেতাকর্মীদের আহ্বান জানিয়ে তিনি বলেন, এখন থেকে আপনারা পরিকল্পনা করেন যার যার নির্বাচনী এলাকায় কবে বাড়ি যাবেন, যতক্ষণ যেতে দেরি হবে নিজের উপজেলা, ইউনিয়ন, গ্রামের সাথে যোগাযোগ রক্ষা করার কথাও বলেন তিনি।
ফিলিস্তিন স্বাধীন না হওয়া পর্যন্ত মুসলমানদের লড়াই চলবে: রফিকুল ইসলাম
ফ্লোটিলা নৌবহর আটকের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ