ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি এককভাবে ক্ষমতায় যাবে: দুলু

আপডেট : ১২ অক্টোবর ২০২৫, ০৭:২০ পিএম

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দেশে যদি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয়, তাহলে বিএনপি এককভাবেই রাষ্ট্র ক্ষমতায় আসবে। বিএনপি নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্র তাদের বিজয় ঠেকাতে পারবে না।

রোববার (১২ অক্টোবর) নাটোরের নলডাঙ্গা উপজেলার খাজুরা ইউনিয়নে স্থানীয় বিএনপি আয়োজিত এক নির্বাচনি উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

দুলু বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে ৩১ দফার ভিত্তিতে দেশ পরিচালিত হবে। নেতাকর্মীদের এখন থেকেই মাঠে সক্রিয় হতে হবে। ঘরে ঘরে গিয়ে ভোটারদের কাছে বিএনপির ৩১ দফা তুলে ধরতে হবে।’

তিনি আরও বলেন, ‘বিএনপি সবসময় জনগণের পাশে থেকেছে, আগামীতেও থাকবে। খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে একটি ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য।’

আওয়ামী লীগ সরকারকে ‘ফ্যাসিবাদী’ আখ্যা দিয়ে দুলু বলেন, ‘তরুণ প্রজন্মের অনেকেই জীবনে কখনো ভোট দিতে পারেনি। এবার তারা প্রথম ভোট দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। তরুণদের কাছে ছুটে গিয়ে ধানের শীষে ভোট চাইতে হবে। ‘তরুণদের প্রথম ভোট, ধানের শীষের পক্ষে হোক’- এই স্লোগান নিয়ে প্রচারণা চালাতে হবে।’

খাজুরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহিন ও সাইফুল ইসলাম আফতাব, সাবেক পৌর মেয়র কাজী শাহ আলম, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, বিএনপি নেতা শরিফুল ইসলাম বুলবুল, হাফিজুল ইসলাম হাফিজ ও আনিসুর রহমান প্রমুখ।

MMS
আরও পড়ুন