আনুপাতিক প্রতিনিধিত্বমূলক (পিআর) পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত না নিয়ে বিষয়টি আগামী সংসদের ওপর ছেড়ে দেয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (১৩ অক্টোবর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে খ্রিস্টান ফোরামের নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘হঠাৎ করেই পিআর পদ্ধতির দাবি তোলা হয়েছে, যেটা যারা দ্রুত নির্বাচন চান, তাদের কাছে পরিষ্কার নয়। তাই এই ইস্যুটি পরবর্তী সংসদের ওপর ছেড়ে দেয়া উচিত। তখনই সিদ্ধান্ত হবে, ভবিষ্যতের নির্বাচন কোন পদ্ধতিতে হবে।’
তিনি আরও বলেন, ‘বিএনপি একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কাজ করছে। জনগণ আগামী নির্বাচনে প্রমাণ করবে যে বাংলাদেশ সত্যিকার অর্থেই একটি অসাম্প্রদায়িক দেশ।’
সংসদীয় কাঠামো প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি উচ্চকক্ষ গঠনের প্রস্তাব দিয়েছে, যা বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন অভিজ্ঞতা হতে পারে। তবে নিম্নকক্ষ সম্পর্কিত কিছু প্রস্তাব তিনি অবাস্তব হিসেবে উল্লেখ করেন।
একাত্তর হয়েছে বলেই আজ দেশ নিয়ে স্বপ্ন দেখছি: মির্জা ফখরুল
সাংগঠনিকভাবে হেফাজতে ইসলাম কোনো রাজনীতির সঙ্গে নেই: মামুনুল হক