ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বিএনপি ক্ষমতায় গেলে প্রধানমন্ত্রী কে হবেন, জানালেন মির্জা ফখরুল

আপডেট : ১৮ অক্টোবর ২০২৫, ০৯:৪৬ পিএম

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য ১৩তম জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক অঙ্গনে চলছে নানা জল্পনা-কল্পনা। কোন দল বসবে ক্ষমতায়, কে হবেন পরবর্তী প্রধানমন্ত্রী এ নিয়েই আলোচনার কেন্দ্রবিন্দু এখন গোটা দেশ।

এই প্রেক্ষাপটে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পষ্ট করে জানিয়েছেন বিএনপি ক্ষমতায় এলে প্রধানমন্ত্রী হবেন বেগম খালেদা জিয়া। তিনি শারীরিকভাবে সক্ষম না হলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী। এ বিষয়ে দলের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই বলেও জানান তিনি।

সম্প্রতি বাংলাদেশ সংবাদসংস্থাকে (বাসস) দেওয়া এক সাক্ষাৎকারে মির্জা ফখরুল বলেন, ‘আমাদের চেয়ারপারসন যদি সুস্থ থাকেন, তাহলে তিনিই প্রধানমন্ত্রী হবেন। তিনি যদি না পারেন, তাহলে দায়িত্ব নেবেন তারেক রহমান। বিষয়টি নিয়ে দলের মধ্যে সর্বসম্মত মত রয়েছে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘সরকার ও নির্বাচন কমিশনের প্রস্তুতির কারণে এবার জাতীয় নির্বাচন না হওয়ার কোনো কারণ নেই। আমরা মনে করি, কমিশন একটি নিরপেক্ষ নির্বাচন পরিচালনা করতে সক্ষম হবে।’

ইতোমধ্যে বিএনপি তৃণমূল পর্যায়ে প্রার্থীদের মাঠে নামিয়েছে বলেও জানান তিনি। আন্দোলন ও দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতাকে প্রার্থী বাছাইয়ে বড় ফ্যাক্টর হিসেবে দেখা হবে বলেও ইঙ্গিত দেন।

নির্বাচনি জোট প্রসঙ্গে তিনি বলেন, ‘এই মুহূর্তে কোনো জোট নিয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি। তবে যারা আমাদের সঙ্গে আন্দোলনে ছিল, তাদের সঙ্গেই সরকার গঠনের পরিকল্পনা রয়েছে।’

এনসিপি ও জামায়াতসহ কিছু রাজনৈতিক দলের প্রস্তাবিত প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতির বিরোধিতা করে তিনি বলেন, ‘বাংলাদেশ এ ধরনের ব্যবস্থার জন্য প্রস্তুত নয়। আমরা পিআর মানি না।’

ফখরুল বলেন, ‘বিশ্ব সম্প্রদায় বাংলাদেশের নির্বাচনের প্রতি আগ্রহী। ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘ ও যুক্তরাজ্য পর্যবেক্ষক পাঠাবে। আন্তর্জাতিক মহল চায় সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হোক।’

ভারতের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে সুসম্পর্ক চাই, হস্তক্ষেপ নয়।’

তারেক রহমানের দেশে ফেরার প্রসঙ্গে তিনি বলেন, ‘তার আবাসন ও নিরাপত্তা নিশ্চিতের প্রস্তুতি চলছে। খুব শিগগিরই তিনি দেশে ফিরবেন।’

বিএনপি ক্ষমতায় এলে জাতীয় সরকার গঠনের প্রতিশ্রুতি সম্পর্কে তিনি বলেন, ‘এটি নির্ভর করবে নির্বাচনের পর রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্যের ওপর। তবে আমরা প্রতিশ্রুতি থেকে সরে যাইনি।’

DR/FJ
আরও পড়ুন