নির্বাচনে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি নিয়ে আন্দোলনকে ‘পরিকল্পিত রাজনৈতিক প্রতারণা’ আখ্যা দিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের মন্তব্যের পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের গণমাধ্যমকে বলেন, ‘দায়িত্বশীল জায়গা থেকে নাহিদ ইসলামের এমন মন্তব্য অপ্রত্যাশিত ও অগ্রহণযোগ্য। জামায়াতে ইসলামী এ ধরনের বক্তব্য কোনোভাবেই সমর্থন করে না।’
এর আগে বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে নাহিদ ইসলাম লেখেন, ‘জামায়াতে ইসলামী পিআর পদ্ধতি নিয়ে যে তথাকথিত আন্দোলন শুরু করেছিল, আসলে সেটি ছিল এক সুচিন্তিত রাজনৈতিক প্রতারণা। ঐকমত্য কমিশনের সংস্কার প্রক্রিয়া ও জাতীয় আলোচনাকে গণঅভ্যুত্থানের পর রাষ্ট্র ও সংবিধান পুনর্গঠনের আসল প্রশ্ন থেকে ভিন্নখাতে প্রবাহিত করতেই এই আন্দোলন পরিকল্পিতভাবে চালানো হয়েছে।’
তিনি বলেন, ‘সংবিধানের একটি সুরক্ষা হিসেবেই ভোটের আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে উচ্চকক্ষে পিআর ছিল মৌলিক সংস্কারের অন্যতম দাবি। কিন্তু জামায়াত ও তাদের মিত্ররা এই কর্মসূচিকে ছিনতাই করে শুধু পিআর ইস্যুতে সীমাবদ্ধ করে নিজেদের হীন স্বার্থে দরকষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। তাদের উদ্দেশ্য কখনো সংস্কার ছিল না; ছিল কেবল কৌশলগতভাবে প্রভাব বিস্তার করা।’
নাহিদ ইসলাম অভিযোগ করেন, ‘জামায়াতে ইসলামী কখনোই প্রকৃত সাংবিধানিক সংস্কার আলোচনায় অংশ নেয়নি; না জুলাই অভ্যুত্থানের আগে, না পরে। তারা কোনো কার্যকর প্রস্তাব দেয়নি, কোনো সাংবিধানিক দৃষ্টিভঙ্গিও উপস্থাপন করেনি এবং গণতান্ত্রিক প্রজাতন্ত্রের প্রতি কোনো প্রতিশ্রুতিও দেখায়নি।’
তিনি আরও বলেন, ‘ঐকমত্য কমিশনের আলোচনায় জামায়াতের অংশগ্রহণ ছিল সংস্কারের মুখোশে রাজনৈতিক নাশকতা। আজ বাংলাদেশের জনগণ এই প্রতারণা স্পষ্টভাবে বুঝে ফেলেছে। তারা আর কখনো ভুয়া সংস্কারবাদীদের দ্বারা প্রতারিত হবে না।’
শেষে নাহিদ ইসলাম বলেন, ‘সর্বশক্তিমান আল্লাহ ও দেশের জনগণ কখনো অসৎ, সুযোগসন্ধানী ও নৈতিকভাবে দেউলিয়া শক্তিকে ক্ষমতায় বসাতে দেবেন না।’
নির্বাচনি ব্যবস্থায় পিআর পদ্ধতি বা আনুপাতিক প্রতিনিধিত্ব নিয়ে সাম্প্রতিক সময়ের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে। এই পদ্ধতি চালুর দাবিতে জামায়াতে ইসলামী ও কিছু রাজনৈতিক দল আন্দোলন করে আসছে। অপরদিকে, কিছু রাজনৈতিক দল বলছে এ দাবির আড়ালে দলীয় কৌশল লুকানো আছে।
জামায়াতের পিআর আন্দোলন সুচিন্তিত রাজনৈতিক প্রতারণা: নাহিদ
৫ দফা দাবিতে জামায়াতসহ সমমনা দলের নতুন কর্মসূচি ঘোষণা