ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

প্রধান উপদেষ্টাকে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা পালনের আহ্বান বিএনপির

আপডেট : ২১ অক্টোবর ২০২৫, ০৮:০৮ পিএম

জাতীয় নির্বাচনকে অর্থবহ, অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ করতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ড. ইউনূসের সঙ্গে বৈঠক শেষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে মির্জা ফখরুল এই মন্তব্য করেন।

বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা মনে করি, নির্বাচনের আগে প্রশাসনকে নিরপেক্ষ করতে হবে। জনগণকে এই বার্তাটি দিতে হবে যে, একটি নিরপেক্ষ নির্বাচন হতে যাচ্ছে। এর জন্য যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী সরাসরি দলীয় অবস্থানে রয়েছেন বা যাদের জনগণ সরকারের দোসর হিসেবে চিহ্নিত করেছে তাদের প্রশাসন থেকে সরানো এখন জরুরি।’

মির্জা ফখরুল আরও বলেন, ‘আমরা পরিষ্কারভাবে প্রধান উপদেষ্টাকে বলেছি সরকারি দপ্তরগুলোতে এখনো যারা দলীয় আদর্শে অনুপ্রাণিত হয়ে কাজ করছেন, তাদের সরাতে হবে। প্রশাসনে নিরপেক্ষতা ফেরানোর কাজ শুরু করতে হবে এখনই।’

ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে বিএনপির আস্থার কথা জানিয়ে তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি, প্রধান উপদেষ্টা সঠিক সিদ্ধান্ত নেবেন এবং দেশের মানুষকে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে কাজ করবেন।’

বৈঠকে বিএনপির পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমদ।

DR/FJ
আরও পড়ুন