বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, ‘ইনশাআল্লাহ খুব শিগগিরিই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে আসবেন।’
শনিবার (২৫ অক্টোবর) কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় খন্দকার শামসুল আলম ফাউন্ডেশন আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মঈন খান বলেন, ‘২৫ বছর আগে বিএনপি সরকারে থাকাকালে আমি লক্ষ্য করেছিলাম তারেক রহমান বাংলাদেশের রাজনীতিতে নতুন এক ধারা সৃষ্টি করেছিলেন। তিনি কেবল ঘরে বসে রাজনীতি করেননি; তৃণমূলে গিয়ে জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ গড়ে তুলেছিলেন।’
তিনি আরও বলেন, ‘আজও তিনি লন্ডনে থেকেও দেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হচ্ছেন, তাদের কথা শুনছেন।
বিএনপির এই নেতা বলেন, ‘রাষ্ট্র সংস্কারের যে আলোচনা এখন চলছে, তা তারেক রহমান আড়াই বছর আগেই উপস্থাপন করেছিলেন। তাই বিএনপিকে সংস্কার শেখানোর প্রয়োজন নেই; বরং অন্যদের তার কাছ থেকেই শেখা উচিত।
তিনি উল্লেখ করেন, ‘তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফার ২৪ নম্বর ধারায় নারী ও শিশুর অধিকারের কথা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। আমরা এই দফাগুলো অনুসরণ করে ভবিষ্যতে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের ধারা পুনরুদ্ধার করব।’
মঈন খান আরও বলেন, ‘তারেক রহমান সুদূর লন্ডন থেকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। ইনশাআল্লাহ খুব শিগগিরই দেশে ফিরে এসে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন।
তিনি যোগ করেন, ‘বাংলাদেশের ১৮ কোটি মানুষের প্রত্যাশা একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। গণতন্ত্রের পুনরুত্থানের জন্য এটিই এখন জাতির একমাত্র চাওয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন তারেক রহমান।
তারেক রহমান সবাইকে নিয়ে দেশ গড়তে চান: রিজভী
বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ থাকবে: তারেক রহমান
আওয়ামী লীগের ফেরার সব পথ বন্ধ করতে হবে: সালাহউদ্দিন