দেশের বর্তমান জটিল পরিস্থিতি ও সংকট থেকে উত্তরণের পথ সরকারকেই খুঁজে বের করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার ও ঐকমত্য কমিশনের তৈরি সংকট কেটে যাবে এবং জনগণ কখনো পরাজয় স্বীকার করবে না।
শুক্রবার (৩১ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে গণসংহতি আন্দোলনের সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, ‘এই দেশ আমাদের, এই মানুষ আমাদের। তাদের ঐক্যবদ্ধ করে সমস্ত চক্রান্ত ও ষড়যন্ত্র রুখে দিতে হবে। আমরা বিভিন্ন দল করতে পারি, মত থাকতে পারে, কিন্তু বাংলাদেশের বিষয়ে সবার আগে বাংলাদেশ।’
সরকারকে তিনি আহ্বান জানিয়ে বলেন, ‘সমস্যাগুলো সমাধান করুন, যাতে সবাই একসঙ্গে নির্বাচনের দিকে এগোতে পারি এবং জনগণের কল্যাণে কাজ করতে পারি। অন্তর্বর্তী সরকারের সঙ্গে অতীতেও ছিলাম, ভবিষ্যতেও থাকব। কিন্তু নিজেরা যে সমস্যা তৈরি করেছেন তা থেকে বেরিয়ে আসতে হবে।’
চলমান সংকটের জন্য দায়ী বর্তমান সরকার: মির্জা ফখরুল