ঢাকা সফররত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) মিশন দলের সঙ্গে বৈঠক করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধিদল।
শুক্রবার (১৪ নভেম্বর) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এ বৈঠক হয়।
বৈঠকে সংকটকালে বাংলাদেশকে সহায়তা দেওয়ায় এবং জরুরি সংস্কার বাস্তবায়নের জন্য একটি স্পষ্ট রোডম্যাপ দেওয়ার প্রতি ধারাবাহিক সমর্থনের জন্য আইএমএফকে ধন্যবাদ জানায় এনসিপির প্রতিনিধিদল। এনসিপি মনে করে, টেকসই উন্নয়নের জন্য এ সংস্কারগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আলোচনায় আইএমএফ বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি, রাজস্ব আহরণ, রাজস্ব-জিডিপি অনুপাত, ডিস্ট্রেসড অ্যাসেট (ঝুঁকিপূর্ণ সম্পদ) ও যুব কর্মসংস্থান বিষয়ে উদ্বেগ প্রকাশ করে। এনসিপি প্রতিনিধিরা এসব চ্যালেঞ্জ স্বীকার করে বলেন, তারা রাজস্ব ডিজিটালাইজেশন, আর্থিক খাতের চলমান সংস্কারকে সমর্থন এবং সংস্কার বাস্তবায়নের ধীরগতির বিষয়ে উদ্বেগ থাকা সত্ত্বেও অর্থনৈতিক অগ্রগতির প্রতি সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ।
সভায় আরও আলোচ্য ছিল পূর্ববর্তী সরকারের ক্লেপ্টোক্রেসি বা চোরতন্ত্র কীভাবে শুরু হয়েছিল, জাতীয় অর্থনীতি ও প্রশাসনে এর প্রভাব কী ছিল এবং ভবিষ্যতে এ ধরনের দুর্নীতিকে রোধ করতে কী ধরনের কাঠামোগত সংস্কার প্রয়োজন। অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে ছিল- অনানুষ্ঠানিক অর্থনীতি কমানো, সুশাসন ও স্বচ্ছতা নিশ্চিত করা এবং অন্তর্বর্তী সরকার থেকে নির্বাচিত সরকারের কাছে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে ক্ষমতা হস্তান্তর।
উভয় পক্ষই আশা প্রকাশ করে যে বাংলাদেশের কঠোর পরিশ্রমী জনগণই উন্নয়নের মূল চালিকা শক্তি এবং জনগণের সম্মিলিত মেধা ও শ্রমের মাধ্যমে দেশ আরও সহনশীল ও স্থিতিশীল অর্থনীতির দিকে এগিয়ে যাবে।
বৈঠকে আইএমএফের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বাংলাদেশের মিশন প্রধান ক্রিস পাপাজর্জিউ, ঢাকার আবাসিক প্রতিনিধি ম্যাক্সিম ক্রিশকো এবং উপসচিব ও অর্থনৈতিক বিশ্লেষক তৌহিদ এলাহি। এনসিপির পক্ষে অংশ নেন যুগ্ম আহ্বায়ক ও শিল্প ও বাণিজ্য সেলের প্রধান জাবেদ রাসিন, যুগ্ম আহ্বায়ক ও আন্তর্জাতিক সম্পর্ক সেলের প্রধান সুলতান মোহাম্মদ জাকারিয়া, যুগ্ম সদস্যসচিব ও আন্তর্জাতিক সম্পর্ক সেলের কো-লিড আলাউদ্দিন মোহাম্মদ, সংগঠক ও শিল্প ও বাণিজ্য সেলের কো-লিড আব্দুল্লাহ আল মামুন ফয়সাল এবং যুগ্ম মুখ্য সমন্বয়ক ও শিল্প ও বাণিজ্য সেলের সদস্য মো. আব্দুল্লাহ আল ফয়সাল।
এনসিপির মনোনয়ন আবেদন সংগ্রহের সময় বাড়লো
জামায়াতের সঙ্গে আইএমএফ প্রতিনিধি দলের বৈঠক
বাংলাদেশের জন্য ঋণসীমা বেঁধে দিলো আইএমএফ